তানভীর মোকাম্মেল

চলচ্চিত্রকার তানভীর মোকাম্মেল বাংলাদেশ, ভারত এবং বিশ্বের চলচ্চিত্র মহলে সুপরিচিত। ইংরেজি সাহিত্যে মাস্টার্স করা তানভীর মোকাম্মেলের সাহিত্যিক পরিচয় বোদ্ধা-মহলে পরিচিত হলেও সাধারণ পাঠক কিংবা সমালোচকরা এখনও তার মূল্যায়ন করে উঠতে পারেননি। এক সময়ের বামপন্থি মানুষ তানভীর মোকাম্মেল বরাবরই রাজনীতি-সচেতন। তাঁর সমাজ-অর্থনীতি-শিল্পবোধ রচিত-সাহিত্যে লেখকের দায়বদ্ধতা তুলে ধরে। কোনো কোনো লেখক থাকেন কেবল মনের আনন্দে লেখেন না- তানভীর মোকাম্মেল সেই ঘরানার। তার লেখা আনন্দ-বিনোদনের সীমান্ত পেরিয়ে নৈয়ায়িক অর্থ সৃষ্টি করে। প্রায় তিরিশ দশকে তিনি ছোটো-বড়ো বিশটি চলচ্চিত্র নির্মাণ করেছেন। সেই বিবেচনায় তার মৌলিক সাহিত্য কর্মের সংখ্যা কম। তবে সংখ্যায় নয়, মানের ঋদ্ধতাতেই তিনি গণ্য।
‘দুই নগর’ তানভীর মোকাম্মেলের প্রথম উপন্যাস।


জন্ম: ৮ মার্চ ১৯৫৫, খুলনা
শিক্ষা: ইংরেজি সাহিত্যে মাস্টার্স, ঢাকা বিশ্ববিদ্যালয়
www.tanvirmokammel.com
তানভীর মোকাম্মেল এর বই সমূহ
Creative Dhaka
  • Copyright © 2024
  • Privacy Policy Terms of Use